কৰ্ণ আজ অচল
###########
সূর্যাস্ত সমাগত বেলা শেষে দিগন্ত রেখায়,
সায়হ্নে দাঁড়িয়ে তুমি কর্ণ।
মেদিনীর গ্রাসে তোমার রথ চক্র,
অসহায় ব্যর্থ তোমার চেষ্টা প্রানপন।
নির্ভিক তুমি তোমার সাথে জুড়ে আছে
"দাতা" বিশেষণ।
একবিংশ শতাব্দীতে তুমি হবে শিহরিত,
কৰ্ণ-র ,ক'য়ের কান কেটে গেছে !
আছে শুধু বর্ণ!-
শুধুই বর্ণে বর্নে রঞ্জিত নানান কর্ম ।
মেকি বর্নের ছ্বটায় বেড়েছে আঁধার,
রথ চক্র করেনি মেদিনী গ্রাস,
সভ্যতার রথ মেদিনী তলে আজ।
বাঁকা,ব্যাঙ্গের স্বরে ধ্বনিত হয় তব নাম,
বড়ই অভাব শ্রুতিধরের-তোমার,
কাহিনী গল্পের ছলে বলার।
কর্ণ তুমি বীর জানে শুধু ক'জন,
লোকে বলে-
মাতৃ ত্যক্ত অপূর্ন শিশু
"দাতার" গুনে হয় পূর্ণ।
সে যে কুন্তী পুত্র কর্ণ।
আর আজ একদিন-
মাতৃ ছাযায় বেড়ে ওঠা শিশু
অবজ্ঞা করার শক্তিতে হয় পরিপূর্ণ,
দাতার গুন থাক বা নাই থাক
আছে যে তার কুক্ষিগত করার সিদ্ধ হাত।
সংকীর্ণ শিক্ষার অঙ্গনে-
মায়ের আঁচল হয়েছে অচল।
তকমা পেয়েছে সে
সভ্য,মার্জিত বাবু বলে।