কালের ডাক
########
বুকের শীতল রক্ত বাঁধলো
জমাট নীল কালো।
ঘাম ঝরা বজ্র বাহুতে
স্বপ্ন ভোরের আলোর।
মস্তিষ্কের কনায় কনায় গতি
বাড়ে রক্ত ক্ষরণের,
জীবনের মরণ বাঁচন লড়াই
চরাই, উৎরাই উত্তরণের,
অসাম্যের রক্তধারায় বজ্র
কঠিন বাণ,
হিসেবের পাতায় পাতায়
অসহিষ্ণু প্রাণ।
চাওয়া পাওয়ার দোদুলদোলায়
জনপদে আমি,
সাম্যের পঞ্জিকায় রক্ত
ধারায় জন্মভূমি।
রাষ্ট্রের জয়গানে মুখে মুখে
মুখরিত ধ্বনি,
রক্ত চাপে স্ফীত হল শিরা
উপশিরা শুকনো ধমনী ।
পথসভা,সমাবেশে জনপথে আগুন,
সাম্যের ইতিহাসে ফিরবে কি ফাগুন?,
শেষ হবে পথসভা,মিছিল
ধ্বনি প্রতিধ্বনি,
যারা দিল প্রাণ, বুলেট
পেতেছিল বুক।
বিলাসী প্রজন্ম ভুলে যাবে
তাদের বিবর্ণ ফ্যাকাসে মুখ ।