ঝড়ো হাওয়া
//////////////////
বৈশাখী বাতাস হুহু করে বইছে
এই বাতাস স্বপ্ন দেখাতো
লু,শীতল নাকি গরম ,
আজ আর বুঝতে চায়না মন।
জানালার খোলা পাল্লা দুটো
সজোরে দুলছে,
দেখা যায়-
কালো মেঘমালা দ্রুত ফিরে যাচ্ছে
অন্য কোনো দেশে ?
না অন্য কারোর স্বপ্নে?
কোনো সংবাদ পেয়েছে ?
বাইরের ঝড় হওয়া
গাছের শাখা প্রশাখা গুলো
নতুন তালে নাচ্ছে,
বোধহয় কোনো বার্তা পেয়েছে!
সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে,
সাথে কারো ঘর কারো প্রাণ
আর আমার স্বপ্ন।
ঝড়ো হওয়ায় সব ছুঁয়ে গেল
ঘর বাহির
ছুঁয়ে গেল নিথর এই দেহটাও
কই মন তো ছুঁলো না।
শুধু নিষ্পলক নেত্রে তাকিয়ে রইলাম
সেদিনের মতো।
সেদিন ও ছিল মেঘলা দিন
সেদিনও বয়ে ছিল ঝড়ো বাতাস,
সেদিন ছিলো অন্য রকম
এই ঝড়ো বাতাস সেদিন
ছুঁয়ে ছিল মন প্রাণ
ছুঁয়ে ছিল রঙ্গিন স্বপ্ন গুলো।
কয়েক মাস আগেও
এই বাতাসে পাগল হয়ে যেতাম দুজনে।
পাগল হয়ে যেতাম খুশি আর ঘর বাঁধার স্বপ্নে।
আজ অন্য রকম
আজ এই বাতাস নিছক বাতাস
শুধু ঝড় আমার কাছে।
আজ আর প্রাণ ছুঁয়ে যায় না।
যেদিন সব সব নিয়ে গেল
ঘর,স্বপ্ন আর প্রিয়া।
আজ আমি পাগল অন্য নামে অন্য ভাবে।