পাতাঝরা-পর্ব-৭
-----------------------
মাঘমাস,শুক্ল পঞ্চমী তিথি
নব সাজে স্কুল সেজেছে আজ
সবার প্রাণে লেগেছে খুশির জোয়ার।
একে অপরের সাথে হাতে হাত রেখে
ভেসে যায় মহাসুখে প্রেমের পরশে।
আকাশ দাঁড়িয়ে একা পূজা প্রাঙ্গনে
উতল মন চঞ্চল নয়ন কাকে যেন খুঁজে চলে
অতিথির দলে
যদি দেখা পায় সেই অপ্সরার
অঞ্জলীর আওহ্বান কানে এসেও আসেনা আর।
ফিরে গেল অতিথির দল
সকাল গড়িয়ে দুপুর,দুপুর গড়িয়ে বিকেল
প্রাঙ্গনে পড়ে একা সেই রং চটা সাইকেল।
যে আবেগের দানা বেঁধেছিলো বুকে
অঙ্কুরের আগেই হয়ে গেল শেষ।
আবেগে প্রলাপে
বিষণ্ণ মনে সাইকেল সনে
টিলার মহল পেরিয়ে গেল বিরহের শাসনে।
আজ আর পড়লো না সাইকেলের চেন।
তবুও
একবার দাঁড়িয়ে দেখল সে
ঝলমলে টিলা আছে রং বে রঙের আলোয় সেজে
বিরহের ফুসফুসে
পাহাড় প্রমাণ শোক বাসা বেঁধেছে বুকে।
যে খুশির ছায়াপথ এঁকে ছিলো মনে
ভেবে ভেবেছিলো আবার একবার
দেখা হবে স্বপ্ন পরির সনে।
ছায়াপথ ঢেকে দিলো অমাবস্যার কালো
বুক ফাটা বিরহে
যেন মুছে গেল জীবনের সব আলো।
ক্রমশ.......