ঝরাপাতা-পর্ব-৩
---------------
স্কুল ছুটি হয়ে গেল সময়ের আগে
সেই ভাঙা সাইকেলটা নিয়ে
ধীর পায়ে যায় এগিয়ে
বিষন্ন আজ আকাশের মনটা
পুব আকাশে
বৈশাখীর কালো মেঘের ঘনঘটা।
ভাবতে ভাবতে ঝরে পড়ছে
এক দু পশলা বৃষ্টির ফোঁটা।
আকাশ -
একবার মুখতুলে আকাশের দিকে তাকালো
আর একবার মুখ নিচু করে
মেঠো কাঁচা মাটির পথের কথা ভাবলো।
আজ যেন একটু বেশি রোমান্টিক
রাস্তার ধারের বোগেন ভিলিয়া
না চাইলেও গায়ে লুটিয়ে পড়ছে
আলতো আবেশে চোখ মুখ
ছুঁয়ে যায় সোহাগে সোহাগে।
দু একবার বিরোক্তি সহকারে সরিয়ে দেয় আকাশ
গায়ে পড়া নাছোড় ভাব বোগেনভিলিয়ার বাহার
সাথে আছে কালো মেঘের পূবালী বাতাস।
চলতে চলতে ভেসে আসে মনে
টিলা প্রাসাদ আর সেই ছায়া
অশান্ত মনে বয়ে যায় ঝড়
ঘিরে ধরে আবেগ প্রেম আবেশী মায়া।
খেলে যায় বুকে বিদ্যুৎ শিহরণ
রক্ত কনায় মস্তিষ্কের জালকে
জেগে ওঠে প্রেমের বীণার বাদন।
মন যেন পেয়েছে সাড়া কোনো স্বপ্নের
পেয়েছে আকাক্ষিত আমন্ত্রণ।
তারই খুশি ছাড়িয়ে যায় মর্মে মর্মে
কত ছবি এঁকে যায় মনি কোঠায় অন্তরে অন্তরে।
শুরু হলো ঘনঘটা মেঘের গর্জন
কালবৈশাখীর ঝড় বোধহয় শুরু হবে এখন।
ধুলো হাওয়া,
বোগেন ভিলায় ছুঁয়ে যায় অন্তর।
গতি বাড়িয়ে তীরের বেগে ছুটে যায়
রং চটা- ভাঙা সাইকেল।
ঝিরি ঝিরি বৃষ্টির সাথে
এ এক অন্য মাত্রার পিটুইটারির খেল।।
ক্রমশ.....