ঝড় উঠেছে
/////////////////
দলিত,স্খলিত নিপীড়িত যারা
রেখেছ যাদের পায়ের তলায়
চেপে পদধূলির সাথে।
ধিকিধিকি করে তারও নিচ্ছে শ্বাস
দমবন্ধ চোরা স্রোতে।
তারাও শক্ত করে ধরেছে হাত একে অপরের হাতে
তারাও বুঝেছে রক্ত-ঝরা শ্বাসে মেরুদন্ড করা যায় শক্ত
এখন তারাও বলছে আমাদেরও চাই সমান অধিকার
হতে চাই সমগোত্র তোমাদের সাথে।

পদতলে ঘনিয়েছে কাল বৈশাখীর মেঘ
উঠছে ঘূর্ণি ঝড়ের পাক
তোমার স্বৈরশাসনের স্বৈরাচারীরা হবে নিপাত।
অহংকারী বিজয় রথের চাকা তোমার,
আজ মেদিনীর গ্রাসে,
চিত্রগুপ্তের হিসাব নিকাশ
চুকিয়ে যাবে তুমি ধরণীর মাঠে ঘাসে।

বিজয় কেতন তোমার অধঃমুখী
তোমার চক্রবুহ্যে কারা সুখী?
কে বা তোমায় জায়গা দিয়েছে মনের ঘরে?
কে বা তোমায় মনে রাখে আপন করে?
তলেতলে সবাই তোমার নাশের নক্সা বয়!
স্বৈরাচারের স্বর্ণ রথে ভ্রমণ তোমার
অহংকারের অগ্নিবানে মুখরিত তব ওষ্ঠদ্বয়।
চোরাস্রোতে নির্বিশেষে মিশেছে সবাই,সাথে মহাকাল
সূর্য্যদয়ের ভোরে পতন তোমার অনিবার্য
অপেক্ষা কিছুকাল।