ঝড় থেমে যাবে
//////////////////////////
আমি দেখি নাই কভু সূর্যদয়
দেখি আছি শুধু অস্ত।
প্রহর কাটছে অন্ধকারে নিরাশার মাঝে,
হয়ে গেছি আজ অভ্যস্ত।
তুমি আজ সাম্রাজ্ঞী চলাচল বিজয় রথে,
পিছনে তোমার হাজার জনতা
জয়ধ্বনির সাথে।

বিজয় কেতন উড়ছে তোমার
ধূলি ঝড়ের আগে,
তোমার আকাশে চন্দ্র সূর্য্য সদা আছে জেগে।
বিজয় রথের চাকার নিশান
ফেলেছো ধুলো ভরা পথে,
মন্ত্রী,সান্ত্রী বিরাজিত তোমার
দিনেরাতে চলার কক্ষ পথে।

তুমি বিজয়িনী,
বিজয়ীর হাসি ঝরে পড়ে,
তোমার ওষ্ঠ দ্বয় হতে
অসহায় জীবন ,ব্যথিত মন
বইছে সংশয়ে কাটছে ধুলো ভরা পথে।

আকাশে বাতাসে যে জয়ধ্বনি
সাধ্য নাই অভিযোগ আনি,
জনতার ঢেউয়ে,পথে প্রান্তরে
কানে আসে শুধু তোমার বিজয় বাণী।
জয়ের স্রোতে,বিজয় রথে
সবার অগ্রে তুমি আসীন,
বলহীন যারা দাসত্বে তারা,
মুখ বুজে হলো তোমার পদাসীন।

আবার তোমার উড়বে বিজয় কেতন,
ছুটবে বিজয় রথ।
আকাশে,বাতাসে,নগরে-প্রান্তরে
ঘরে দুয়ারে বইবে ধূলিঝড়।

একদিন স্তব্ধ হবে ধূলিঝড়,
থেমে যাবে বিজয় রথ,
হবে সূর্যাস্ত।
হবে আঁধার -
মুখোমুখি তুমি আর আমি,
অন্ধকারে তোমার অভর্থ্যানায়
থাকবো আমি ব্যস্ত।