জননেতা ও দরদী কথা (১ম)
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
জ্ঞাতসারে অজ্ঞাতসারে দেশটা ভরে গেছে অঙ্গারে
তারই মাঝে কিছু "আপনি মোড়ল",
উঠে এসেছে হাঁক ডাক ভাষণে ভূষনে বাহারে।
সবাই আজ নিজ নিজ
আদব কায়দায় বাসভূমিকে পরিণত করেছে
গবাদি পশুর খামারে।
তাই না দেখে লজ্জা পেয়ে
হাঁস মুরগী গরু ছাগল গবাদি পশু
জায়গা নিয়েছে সবার মনের ঘরে।

যাদের চাষ আবাদ ,মাটি
ধানক্ষেতের সাথে কোনো দিন
কোনো কালে
ছিল না সংযোগ
তারই এখন গরিব দরদী
জনতার প্রতিনিধি,
দুঃখে অশ্রু ঝরে
হিড়িক পড়েছে বাড়ানোর গণ সংযোগ।
তারা ধান চাষের মাটি কেমন করে
বানাতে হয় জানে কিনা  কে জানে?
কতটা জলে কি ধান ফলে
কতটা বীজ তলায় কতটা ধান বুনে?
এসব কখনো চোখে দেখেছে ?
তারা মানে
সিম গাছে পেঁপে ফলে বেগুন গাছে  পটল হয় ,
ভয় দেখিয়ে ,টাকা ছড়িয়ে ভোট কেনা যায় ,
এমনি করেই নেতা হয়।

আমার খুব জানতে ইচ্ছে করে
বছরে কত বার এসে দাঁড়িয়েছে  
মা কাকী ঠাম্মির নিকানো উঠানে?
কোন কাজে পাওয়া যায় দিনে রাতে
আপদে বিপদে নিত্য প্রয়োজনে?


ওরা কি জানে?
ধান গাছে তক্তা হয় কি ,
না হয় ?
দূর্বা ঘাসে কড়ি বর্গা হয় কি
না হয়?
তবু ওরা গর্ব করে-
আমি জনসেবায় নিবেদিত প্রাণ
নির্লজ্জের মত বলে অপনার মূল্যবান ভোট টা
আমায় করুন প্রদান