যেদিকে বইছে স্রোত
/////////////////////////////
চলছে না আর আড়ষ্ঠ জীবন
হৃদয় গর্ভ থেকে বেরিয়ে এল কিছু ক্ষেদ ।
প্রতিদিনের অসহনীয় জীবন ধারায়
বিষাক্ত বাতাস মিশে গেছে নির্মল ধরায়,
জ্বলছে শহর, জ্বলছে নগর,গ্রাম গঞ্জ
অলিগলি পথ প্রান্তর হাট বাজার,
তবু কি কারো লজ্জা করে?
আত্মা জ্বলে?
চক্ষু জ্বলে! বিবেক জ্বলে!
চুপচাপ মেনে নিয়ে থাকি সব ভুলে !
এ যে এক বিষম বিকার
নেই কোনো প্রতিকার?
চারিদিকে আবর্জনার স্তুপ,
দু হাতের সর্ব শক্তি দিয়ে তারই মাঝে খুঁড়ে চলেছে কূপ,
ছানাবড়া চোখ করে কি খুঁজছে সবাই?
জল তো নাই!
দেখছে প্রতিবিম্ব ! পরিণতির ধংস স্তুপ।
উচ্ছাসের উদ্দীপনায় পড়েছে কিছুটা ভাঁটা,
সবাই সবার মুখ দেখছে ভাবছে
কে কার গলার কাঁটা!!
অধিবৃত্তের বলয় রেখায় মিশে গেছে কিছু দুর্বৃত্ত।
লম্ব আজ মিশে গেছে ভূমি রেখায় নির্দ্বিধায়,
বোঝা দায় কোথায় আছে চোরা গর্ত।