ফোকলা দাঁতে কমলা হাসে
বয়স আশি বছর
কুড়ি বছর বয়সে কমলা
বেঁধে ছিলো ঘর
তিন কূলে কেউ নাই
সঙ্গী শুধু চালাঘর।
বাম ধারায় বেড়ে ওঠা
মন্ত্র সাম্য ন্যায় নিষ্ঠা
তিনি যেন আগুনের গোলা
গণতন্ত্রের যুদ্ধ করে
মন যে তাঁর খোলা
আজ আকাশে ঘনালো মেঘ
গলায় ভীষণ ক্ষোভ
সমাজে এখন ধরেছে রোগ
ক্ষমতা আর লোভ।
ভোট তো আর হয়না এখন
হয় যে বুথ দখল
রক্ত ধারায় মাটি লাল
নিয়মের পায়ে শিকল
ভোটের দিনে দাওয়ায় বসে
অপেক্ষায় নিজের ভোটের
হঠাৎ করে লাগলো গুলি
মাথার উপর এক নিমেষে।
গণতন্ত্র ধূলিসাৎ সবার হাতে ব্যালট পেপার।
প্রাণ গেল কি ঘর গেল
তাতে কার কি হলো
স্বপ্ন শুধু বুথ দখল আর বুথ দখল
এটাই এখন ভোটের লিখন।
জাগলো কিছু ছিন্নমস্তা
উঠলো জেগে হাত তুলে
কিছু হলো ঘর ছাড়া
আর কিছু গেল সমূলে।
ফেব্রিকেটেড মিডিয়া হাউস
গলা ফাটিয়ে করছে নাচ
নেতা মন্ত্রী এদিক ওদিক
ছুটে বেড়ায়
হচ্ছে না কোনো কাজের কাজ।
কমলা কাকী গেল মরে
আরো কত নাম না জানা কমলার ভিড়ে
চালা ঘরে রইলো পড়ে
শেয়াল কুকুরে খেলো ছিঁড়ে।
গণতন্ত্র এখন শুধু কল্প কথার গল্প
মনে রেখো সাধারণ মানুষ
তোমরা এখন নেতার চটিচাটা যন্ত্র।
গণতন্ত্র গেছে মরে
দর্শক সবাই সিনেমা ঘরের
গণেশতন্ত্রে ঘুমিয়ে আজ প্রশাসন
সার মর্ম একটা কথা
যে যায় লঙ্কায় সেই হয় রাবণ