জননী  আমার
।।।।।।।।।।।।।।।।।।।
সব জন্মদাত্রী মা হয় না
সব মা জন্মদাত্রী হয় না।
তবুও
সব মায়েরই সন্তান স্নেহ একই রকম।
মা হোক সে অর্থবান  কিংবা অর্থহীনা
বিদ্বান হোক কিংবা আধুনিকা
বা আটপৌরে গাঁয়ের বধূ অক্ষর জ্ঞানহীনা ।

হাটে বাজারে মেট্রো শহরের ভিড়ে
জীবন পথে আঁকা বাঁকা হাজার মোড়ে
রংবাহারি রঙ্গ মঞ্চের নীড়ে
সব কিছু পাওয়া যায় মনোমতো পয়সা দিলে ছুঁড়ে।
শুধু একটা মা পাওয়া যায় না
হাজার মাথাকুটো করজোড়ে।

উত্থান পতনে রোগ ব্যাধি কিংবা জীবন যুদ্ধের বিবর্তনে
মা সামলে রাখে আঁচল ছায়ায়  যতনে।
চিন্তনে মননে সন্তান জুড়ে থাকে
শেষ নিঃশ্বাসের অন্তিম লগ্নে।
আজও হাজার মাইল দূরে
কখনও যদি কথা হয় ক্ষণিক অবসরে
শান্ত ধীর গলায় সেই সুরে আজও জিজ্ঞেস করে
খোকা ভালো আছিস ?খেয়েছিস সময় করে?
আমি ভালো আছি খেয়াল রাখিস নিজের
এখনও বলে আবেগ ভরে।

বট বৃক্ষের শীতল ছায়ার মায়া সেই বোঝে,
যে কখনো দু দণ্ড কাটিয়েছে রোদ বৃষ্টি ঝড়ে।
মাতৃ দিবস হোক না বহিরাগত সাংস্কৃতি,
মা আর মায়ের মমতার হয় না
কোনো সীমারেখা দেশি বা বিদেশি।
মায়ের আঁচল তলের শীতল ছায়া
পাই যেন জীবন যুদ্ধের প্রতি পদেপদে।
মাতৃ দিবসে নত মস্তকে
নমি বারেবারে তোমার পদ যুগলে।

জন্মে জন্মে তোমার চরণধূলি
থাকে যেন মাথায় হয়ে অমূল্য দান
দেশি কিংবা বিদেশি কালো কিংবা গোরা
যুগে যুগে সব মায়ের মমতাই সমান।