জননেতা ও দরদীকথা (2য়)
////////////////////////////////////
সাদা পাঞ্জাবি সাদা পাজামা পরনে
মোসাহেবের জন স্রোত পিছনে পিছনে।
গলায় হলুদ গাঁদা ফুলের মালা দুলছে ডানেও বামে।
হাত জড়ো করে স্মিত বদনে ভাব আনে,
কত আপনার ,আপন সবার ,
কত প্রিয়জন
পথচারী গৃহবাসী সবাই কে সুধায় জনে জনে।
গদ গদ কত কথা হাতে ধরে পায়ে পড়ে প্রাণম করে,
বিনতির সুরে বলে-
আপনাদের শুধু আশীর্বাদ চাই
আপনাদের সেবা করতো চাই
আপনাদের সেবায় আমার প্রাণ যায় যাক বেঘোরে
শুধু আপনাদের মূল্যবান ভোট টা দিন প্রাণভরে।
জিতে আশার পর অপনাদের ভালো মন্দ
উন্নয়নের সব দায়িত্ব আমার
কথা দিচ্ছি পাশে থাকবে দিনেরাতে
উন্নয়ন করবো গ্রাম গঞ্জ শহর নগর সবার।
স্কুল বানাবো ,
মহাবিদ্যালয় গড়বো বিশ্ব বিদ্যালয় করবো,
রাস্তা বানবো শপিং মল বানবো
আরো কত কিছু হবে ঝাঁ চকচকে
মা বোন প্রানের দাদা ভাই
আপনাদের সবার চরণ ধূলি আর আশীর্বাদ চাই।
একবার দুগ্গা দুগ্গা বলে নেতা হয়ে যাই
শ্মশান থেকে কবর স্থান
হেলিপ্যাড কিংবা চক্ষু হাসপাতাল সবই হবে এই শহরে।
দেবো বিনে পয়সায় চাল ডাল
বিজলী ,বাস ট্রেন ফ্রি
বেকার ভাতা সবাই পাবে ঘরে ঘরে।
মন মতো সবই পাবে সবই দেব
যে যা চাও।
শুধু এইবার ভোটে জিতে আমায় মন্ত্রী হতে দাও।
সব কিছু হবে নতুন করে
নতুন মোড়কে ঝাঁ চকচকে,
বানবো স্পোর্টস কমপ্লেক্স
সোনার পদকের জন্য পাঠবো
এই শহরের ছেলে মেয়েকে অলিম্পিকে।
ব্যাস শুধু একবার মন্ত্রী হতে চাই
আজ আপনাদের ভোট ভিক্ষা চাইছি তাই।
আপনাদেরই ভূমি পুত্র
কাজের মানুষ কাছের মানুষ
ভোট টা দয়া করে দেবেন সবাই।