জাগো মহাবীর
।।।।।।।।।।।।।।।।।
আজকে আর নয় কোনো
প্রেমাবেগের আলাপন।
শক্ত করে ধরো হাত
জড়ো করো তোমার নশ্বর
দেহের সর্বশক্তি ,
চেষ্টা করো প্রাণপণ।
প্রথতিযশা যারা,
যারা তোমার আমার গতিপথে
বারে বারে কেটেছে গন্ডি।
যারা পিছনে ফেলার
দিনেরাতে আঁটে ফন্দি।
এবার সময় এসেছে তাদের
জবাব দেওয়ার।
ভয় নেই আর
তোমার আমার নেই কিছু হারাবার।
অভিষ্ঠের কাছা কাছি
তুমি আর আমি
এখন দরকার সজোরে
একবার মিলিত পদাঘাত।
ভেঙে দাও দুয়ার
ভেঙে দাও
আছে যত অন্ধকূপের কারাগার।
উদাত্ত কণ্ঠে ডাক দাও
মিলাও কণ্ঠে,কণ্ঠ আজ
ভোর হতে দেরি নেই
পরে নাও যুদ্ধের বর্ম তোমার,
সাজো রনংদেহি সাজ।
গর্জে ওঠার সময় আজ
ভাঙো আছে যত অভেদ্য দালান
অভেদ্য প্রাচীর।
যারা দুর্বল যারা হীন
তোমার অপেক্ষায় তারা অধীর
জাগো,ওঠো,চোখ খোলো
হে নতুন দিনের মহাবীর।