যাই চলে যাই অন্তরালে
/////////////////////////////
কেটেছে চৌহদ্দির মায়া
পড়েছে আজ শান্তির আলো ছায়া।
বসন্তের বিকেলে
প্রশান্তির দলায় দুলে
পাড়ি দেব দূর দেশে ,
আরো দূরে ,আলোকবর্ষ দূরে।
রইলো সাধের সোনালী বাগান
থাকবে কুহু'র কূজন কলতান
বিমর্ষ মনে বিরস বদনে অপলক নয়নে
বিষাদ কন্ঠে গাই বিদায়ের গান।
ধরণীর চালা ঘরে তব আঁচল ছায়া তলে
যে খেলা খেলেছি সকালে বিকালে
তারই একটা দুটো স্মৃতি
বাসা বেঁধে আছে নয়নে ও মনে।
কিছুকাল পরে এই ধরণীর ঘরে
শুধুই অবয়ব রবে পড়ে ।
মিঠা কর্কশ কিংবা সত্য মিথ্যা ভাষা থাকবে না মগজে -
যতই জ্বলুক বাহারি রঙ্গিন আলো ঝলমলে।
খেলা শেষ নয়ন মুদে অতি সংগোপনে
যাই চলে যাই সবার অন্তরালে।