জাগো রে
/////////////
শুধু উল্লাসে নয় আর অবগাহন
এস করি,বিনম্র চিত্তে বীর শহীদদের স্মরণ।
বীর মাতার বীর সন্তানদের অপূরণীয় অমর বলিদান
স্বাধীন ভারতে পঁচাত্তর বছরের নব ঊষার সোপান।
কাটাকাটি হানাহানি সংকীর্ণ স্বার্থের ভেদাভেদ ভুলে
শান্তি সমৃদ্ধির ভেলা ভাসুক
শহরে নগরে প্রান্তের কুলে-কূলে।
সবাই থাক মায়ের আঁচল তলে
একই মন্ত্রের উচ্চারণে
অভিমুখ হোক সবার
নব ঊষায় শান্তির আবরণে।
তরতাজা রক্তের স্রোতে ঘুচে গেল
পরাধীনতার যত গ্লানি।
হৃদ গৌরব ভূলুণ্ঠিত মান সম্মান
ফিরে পেল মোদের জন্মভূমি।
এসো আজ প্রতিজ্ঞা করি
তিন রঙা পতাকার মান
আরো উঁচু করে মাথায় ধরি।