ইতিহাস -পরিহাস
-------------------
নতুন সূর্য্যের আলোয়
নতুন প্রজন্মের ভালোয়
এক সূর্য্য নিভে গিয়েছিলো
কিছু দুর্বৃত্ত কিছু পিশাচ  
কিছু দেশীয় কাপুরুষ
মাষ্টারদা সূর্য্য সেনের ভেঙেছিলো দাঁত
আর শরীরের হাড় হাতুড়ির ঘায়ে
তাও তিনি সোঁপেছিলেন প্রাণ
দেশ মাতৃকার পায়ে
সাথে ছিল গনেশ ঘোষ
আর জালালাবাদ পাহাড়
নেই আজ গর্বের সেই ইতিহাস।

মুছে গেছে প্রীতিলতা,অম্বিকা,
ব্রজেন,কল্পনা দত্ত ,সাবিত্রী
পায়নি এরা কোনো স্বীকৃতি
আরো কতজনের আত্ম বলিদান
চায়নি কোনো প্রতিদান
মাস্টারদা সূর্য্য সেন আর
তারকেশ্বর দোস্তিদারের
মৃতদেহের স্থান হয়েছিল
বঙ্গোপসাগরে -ভারত মহাসাগরে।

আজ ঘরে ঘরে জন্মেছে দুর্বৃত্ত
পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ
লুটে খাওয়ার তরে
কিছু বিক্রিত আর বিকৃত
মস্তিষ্কের দল প্রদক্ষিণ করে
এরাও গড়বে গরবের ইতিহাস
তাতে লেখা রবে লোভ হিংসা
লুটপাট ঠগীদের উচ্ছাস

আবার কি আসবে কখনো
কোনো জ্ঞানচক্ষীদের ঢেউ
মিটে যাবে এইসব ঠগী
ঠগীদের কথা
থাকবে কি এরা কেউ
সেদিন কি নতুন করে লেখা হবে
মাষ্টারদা সূর্য্যসেন
গনেশ ঘোষ,অম্বিকা,
ব্রজেন বা তারকেশ্বরদের ইতিহাস
আর কতদিন মেরুদন্ড ভেঙে
শায়িত হয়ে মেনে নেবে
এই সব ঠগীদের পরিহাস।