হে বিজয়ী
########
হে বিজয়ী তুমি বীর,
অধরা ধরা এখন তোমার,
বিজিত যারা বিনয়ী ক্রীতদাস,
চেয়েছিলে সবই থাক পদতলে,
রোজনামচায় দেখুক তোমার প্রতিচ্ছবি,
পাশান,রক্তে মিশে যাক তোমার শাসন।
শোষণ,উৎপীড়ন,নিপীড়ন পদেপদে,
তোমার দীনলিপি।

হে বিজয়ী বীর,
ব্যাস্ত সময়ের নেই অবকাশ
বিজিত,পরাভূত সংগ্রহের
যজ্ঞ লীলায় ব্যাস্ত।
যঞ্জের লেলিহান শিখায় মন্ত্রচারণ ,
দাস,ক্রীতদাস,ক্রীতদাসী,ক্রয় বিক্রয়,
বিজেতার সমান বীজিতেরও সম  মান,
অবমূল্যায়ন,বিস্মৃতির পাঠে প্রজ্বলিত।

হে বীর অহংকারের শীর্ষে,শীর্ষ বিন্দুতে তুমি,
বিন্দুবৎ বিবেক ধ্বংসের লীলায় উম্মোচিত,
মাতৃ জঠরের সম্মান ভুলুণ্ঠিত।
মুক্তি নেই ,পরিত্রাণ নেই ,তোমার,
অহংঙ্কারের অগ্নি শিখার রুদ্র নাচন,
অবশ্যম্ভাবী নির্বাপন হবে তোমারই বজ্রবাহু রক্ত চক্ষুর সম্মুখে ।