গৌরী
।।।।।।।
ডাল ভাত মাখা থালাটা আধা হয়ে পড়ে রইলো!
গৌরীর চোখ থেকে জলের ধরা টপ টপ করে বয়ে জমিতে ঝরে এলো।
হাতে আর শক্তি নেই
তাল পাখাটার দুলুনি বন্ধ।
নেতার পোষা দালাল গুলো ধরে নিয়ে গেল,
অপরাধ-
পাঁচ বিঘার জমি নিয়ে করেছিলো প্রতিবাদ ।
বাপ বেটির সংসারে কেউ নেই
অন্ন জলে দুজনার কেটে যেত।
গরিবের থালায় ভাত
বাবুদের সইলো না।
গৌরী হাউ মাউ করে কেদেঁ ভাসাল
গ্রামের মোড়ল থেকে সবার পায়ে ধরলো
কেউ এলো না
দু দিন পরে বাপের লাশ পাওয়া গেল
ময়না সাঁকোর ধারে।
আর কয়েক দিন পরে গৌরী আসবে ঘরে
সাজ সাজ রব
আর এক গৌরীর ঘর উজাড় হলো
কেউ রাখেনা খবর।