গলিতেই উদয় গলিতেই অস্ত
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
আমার যারা স্রোতের অনুকূলে চলি
কখনও মেপে দেখেছি কি
ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা।
সাহস করে বুকের পাটা দেখিয়ে
কেউ যদি প্রতিকূলে চলে,
গেল গেল ধোঁয়া তুলে
কালিমা লেপনে লোক জুটাই
কখনো স্বীকার করিনা তার দক্ষতা।

গলি থেকে রাজ পথ
কিছু লোক চলতে ফিরতে করে দখল।
কিছু লোক আছে যারা গতিতেই বাঁচে
গলিই তাদের স্বর্গ দুয়ার
তাই গলিটার চায় সদা সর্বদা দখল।


লৌহ শৃঙ্খলের শব্দ সেই শুনতে পায়,
দাসত্ব শৃঙ্খল যে সদা চায়
স্বাধীনতার মানে সে কি বুঝিবে হায়।
সবাই আজ অন্ধ গলিতেই ব্যস্ত
জীবনের সব কিছু ওখানেই করছে বিন্যস্ত।
গলিতেই সূর্য্যদয় গলিতেই  জীবনের অস্ত।
সে তো কখনোই ছিলনা  
স্রোতের প্রতিকূলে চলায় অভ্যস্ত।