গোলাপ সঙ্গী-৩
////////////////////////////
সখির আলয়ে ছিলো ঘরোয়া অনুষ্ঠান
পিতার সম্মুখে কিবা দেবো
একশ পঁচিশ গোলাপের গুণগান।
যেতে যেতো পথে
মন করে বিচরণ দর্শাতে  নানা কারণ
সম্মখে দেখি পিরবাবার মন্দির
বলিলাম প্রভু তুমি  
ঠিক কারো এই গোলাপের তকদীর
তোমার চরনে দিলাম নিষ্ঠা ভরে
নিও তুমি ভক্তি ভরে
মনে মনে প্রার্থনা করি
প্রিয়র সাথে যেন ঘর বাঁধাতে পারি
প্রিয়র প্রেমের  প্রাপ্তি স্বীকার করে
একটি গোলাপ নিলাম
বাকি গোলাপ আর
আমার অদৃষ্টকে তোমার পায়ে দিলাম।

সন্ধ্যা কালে
পীরবাবার মন্দির থেকে পিতা
এসে বলে
জানিস মা একটা বড় গোলাপের তোড়া
দেখলাম পীরবাবার পদতলে
বাবাও বললো
তার যেন মনস্কাম পূর্ন করে সদা
তারে রাখে যেন বাবার ছায়াতলে।
বিষ্ময়ে তাকিয়ে থাকি
মনে মনে বলি
পিতা আর পীরবাবার কাছে
মনের মানুষের সাথে
থাকি যেন সুখ দুঃখে বারোমাসে।
পীরবাবা আর বাবা শুনেছে তাঁর কথা
শুভ লগ্নে হলে গেল শুভ পরিণয়
এই নিয়ে এই কাব্য লেখা।

^^^^^^^^^
এখন কার মতো সমাপ্ত