গোলাপ সঙ্গী-২
///////////////////////////
বাঁধন খোলা জীবন
অভিসারি মন
আজ ভেসে যায় ভেসে যায়
যেন বন্ধন হীন বলগা
প্রেম সাগরে করে অবগাহন
নয়নের ভাষা মনের যত আশা
বুকের ভিতর বাঁধে নতুন ঘর
যেথা শুধু প্রিয়তম করে বিচরণ
মন খুঁজে চলে রাগ অনুরাগ
খুশির আকাশে ছাড়িয়ে গেল পূর্বরাগ
যথা সময়ে পার্কের পাশে
প্রিয় এলো সুদর্শন রাজপুত বেশে
নয়নে নয়ন মিশে যায় মন
স্পন্দন বসে গেল অক্ষি পল্লবে।
কাটিল সময় ভালোবাসার আবেগী পরশে
সায়াহ্ন কালে মন নাহি চায়
ছেড়ে যেতে আজ
উভয়ের চোখে অশ্রু শুধু ঝরে
মন বলে আর দূরে থাকা না যায়।
বিদায়ের কালে
প্রিয়তম হাতে মোর দিলে
গোলাপের গুচ্ছ তোড়া
গুনেদেখি গোলাপ আছে একশো পঁচিশ।
ক্রমশ...