গোলাপ সঙ্গী-১
।।।।।।।।।।।।।।।

ননোদিনী ডাকিয়া কহিলো বৌঠানেরে
প্রিয়তম মোর ডাকিছে আজি অভিসারে
মননে চিন্তনে জাগিছে শিহরণ
কোনো বাধা শুনিতে
নাহি চাহে আজি মোর মন।
বৌঠান কিছু করো উপায়
অমল যে পশ্চিমে যায় ঢলে যায় ।
প্ৰিয় মোর অপেক্ষয় রবে
সাঁঝবাতির আগে ফিরিতে হবে
কিছু করো একটা সুনিপূন ভাবে।

বৈঠকে ও দ্বারে
পিতা ও ভাতৃদ্বয় বসে দুই ধারে
কি বলে করিব গমন
মনে আছে ভয় আর ভয়।
ত্রাতা রূপে এলো বৌঠান
বলে
বাবা এক মিনতি করি তব চরনে
সঞ্জনা যাবে আজি সখির আলয়ে
বাবা বলে বেশ তো যাবে যাক
কিন্তু মা
ফিরে আসতে হবে সন্ধ্যার পূর্বকালে।
আমিও যাবো পীরের মন্দিরে
মন স্থির করেছি আজি বৈকালে।
ভাতৃদ্বয় নির্বিকার
বলার কিছু নেই আর
পিতাকে আশ্বস্ত করে বৌঠান কয়
আসবে ফিরে সন্ধ্যার আগে  নিশ্চয়।

ক্রমশ....