গোলাপ কথা
#############

লাল গোলাপের কোমল
পাঁপড়িগুলো ঝরে পড়ছে,
দু দিন আগেও স্বর্ণালী রোদে
হওয়ার সাথে মাথা দুলিয়েছে।
মালি থেকে পথচারী সবার
নজরে ছিল ওই পাঁপড়ি গোলাপী।
প্রকৃতির টানে ঠাঁই হল মাটির
বুকে যার নেই কোনো আগামী।


কত যুগলের প্রেম,কত যুগলের
আশা ভালোবাসার স্পর্শে
বেঁধেছিল বাসা।
কত হেঁয়ালির ধাঁধা,খেয়ালীর
আবেগ দেখেছি মাটি স্পর্শের আগে ।
শিশিরের টুপটাপ,উত্তরী হিমেল
হওয়া, মৌমাছির গুঞ্জন সেহেছি
দিনে রাতে অবিরত ।
কত গায়কির গান,কবির তুলির
টান মরমী ভাষায় প্রস্ফুটিত।

কেউ পেয়েছে মোর কাঁটার খোঁচা,
করোবা ঘুরেছে মোর স্পর্শে প্রেমের চাকা।
কেউবা পেয়েছে মোর শেষ স্পর্শ
বুকে কফিনে ঢাকা।
কারোবা বুকে আঁকা প্রেমের
ছোঁয়া গোলাপি গোলাপ।
কারোবা হৃদয় গেছে ভেঙে জমে
আছে কত মরমী প্রলাপ।

পথেপথে,জনপদে,মিছিলে,সভা
স্মরণে,ছিলাম হাতে হাতে।
জন্ম,বিবাহে,আপ্যায়নে ছিলাম
অগ্রে অগ্রে সাথে সাথে।
অম্লমধুর,বিষে ভরা স্মৃতি আরো
কত শত ইতিকথা,
মরমে মরমে আছে মোর ঝরে
পড়া বৃন্তে গাঁথা।

শিশিরে ভেজা নিশি যে পোহায়
অনাদরে মাটিতে মিশে যাই,
স্মৃতির বৃত্তে,শুকনো সবুজ বৃন্তে
সজীব আর কিছু নাই।
মোর সুবাসিত পাঁপড়ির সুবাসে
যে সকাল হত হেসে।
সে যে নাই,আর নাই,চিরতরে
কখন যাবো মাটিতে মিশে ।