গোধূলির পরে
#########

সূর্য্য ডুবে যায়,
আকাশের কমলা রং
গায়ে মেখে গভীর প্রেম।
কুঁড়ে ঘরে টিম টিম করে জ্বলছে
ক্ষয়িষ্ণু মোমবাতির আলো।
মনের মাঝে অসহিষ্ণু ইচ্ছে
একসাথে মিশে যাওয়ার,

পরিযায়ী পিপাসু মন আঁধারের
চাদরে আবৃত,
ঘূর্ণাবর্তের ঘূর্ণিঝড়ে ঝিরিঝিরি
শ্রাবণ মিশে মাটির সোঁদা গন্ধে,
নয়নভিরাম আঁধারের আলোয়
ডানামেলে গেল গাং চিল।

কপোত কপতিরা চঞ্চুর সোহাগে
বিভোর বিবর্তনের পথে,
চাঁদের আলো নিভে যায় মেঘের পাদদেশে
ক্ষয়িষ্ণু মোমের আলো অন্তিম শিয়রে,
ইচ্ছে গুলো লোকালয় থেকে দূরে    
আরো দূরে বিলীন ।