ঘাসের রং
////////////

সবুজের বুক চিরে কোথাও লাল
কোথাও বা দূর্বাঘাস গুলো হলুদ হয়ে গেছে
কোথাও বা শুকনো ঘাসের চাঁই দানা বেঁধেছে।
কেন...?
কিছু বোদ্ধা যাদের
পোশাকি নাম
সমাজের গুনিমানী তথা কথিত বুদ্ধিজীবী
এলো দল বেঁধে।
কারো চোখে মোটা ফ্রেমের চশমা
কারো হাতে বাহারি রঙের মোটা ফাইল
সরজমিনে লেগেছে কোমর বেঁধে।

হাজারো তত্ত্ব তল্লাশি
আতস কাঁচের তলায় হাজারো বিশেষণে
খুঁজে চলে জন্মরাশি।
মিডিয়া সহযোগে গ্রামে গ্রামে ঘুরে
এগিয়ে থাকে এগিয়ে রাখে
সংবাদ শিরোনামে।
দিনের শেষে লিপিবদ্ধ তথ্য
বোধহয় পেয়েছে উপযুক্ত কারণ সত্যা সত্য।
কেউ বলে নেমেছিলো কোনো ইউ এফ ও
কেউ বলে পড়েছিলো বহুমূল্য ধাতু কোনোও।
কেউ বলে খুঁজে পেতে হবে কে ছিল প্রত্যক্ষদর্শী
কেউ বলে ঘাস ,মাটি করতে হবে পরীক্ষা ফরেন্সিক।

দিনের শেষে
মংলা কাকী এলো ধানের বোঝা মাথায় নিয়ে।
জানতে চায় কি হলো
কেন শহুরে বাবুদের ভিড় এই অজ গ্রামে
সাত বছরের এক ছেলে
চেঁচিয়ে বলে
মাঠের ওই ঘাস গুলো হলুদ লাল শুকনো কেন ?
বাবুরা জানতে চায় সকলে।

কাকী চেঁচিয়ে বলে হায় পড়া কাপাল
দুই মাস ধরে ধান সিদ্ধর ছাই ফেলে ফেলে
ঘাসের রং গেছে চলে।