ঘরে বাইরে আজ
/////////////////////
বিলীন হচ্ছে প্রতিদিনের সুখ
হারিয়ে হচ্ছে প্রতিদিনের পরিচিত চোখ মুখ
বিলীন হচ্ছে মনের যত আশা
ফুরিয়ে গেছে আবেগ মাখা ভাষা।

নেই আজ নাড়ির টান,
ক্লান্তি মেখে দিনের শেষে নীড়ে ফিরে আসা।
নেই আজ স্বপ্নের খোঁজে
প্রহর শেষে মুখোমুখি রাত্রি জেগে থাকা।

নেই আজ সুখের খোঁজে
সেই সাজিয়ে রাখা স্বপ্ন গুলো সুখের নীড়ে
ব্যস্ত তুমি,ব্যস্ত জীবন সব কিছু আজ হারিয়ে গেছে ব্যস্ত শহরের ভিড়ে।

নেই আজ মিষ্টি মনের
বিশ্বাস আর সরলতার হাসি
বিষের পাত্রে ডুবে আছে বিশ্বাস আর হাসি।

নেই আজ মনের মানুষ
মনের কাছে বন্ধন দিশেহারা
পাশাপাশি কাছাকাছি আছে
সবাই শুধু কপটতায় ভরা।

নেই আজ মনের ভাষা প্রাণের কথা ,
বলছে না আজ কেউ।
বাহ্য সুখের মড়ক লেগেছে
বইছে আত্ম সুখের ঢেউ।

নেই আজ সুখের আকাশ সুখের বাতাস সুখের দেবালয়।
আজ মনের ঘরে,ঘরের বাইরে অসুখ সর্বময়।