গতি হীন অপেক্ষা
//////////////////////////

নির্জন পথের নিয়ন আলো গুলো জ্বলছে,
জ্যোতি নিষ্প্রভা।
ধীরে ধীরে অন্ধকার গ্রাস করছে
আলোর বলয় রেখা।
নিষ্পলক অপেক্ষা,সময়ের সাথে,
অপেক্ষা গগন চুম্বী ক্ষুধার সাথে
পলক মাত্র ভুলের,
অপেক্ষা সন্তর্পণে গিলে খাওয়ার।

খোলা আকাশে ছড়িয়ে পড়েছে
মোহিনী জ্যোৎস্নার বন্যা,
মিটিমিটি তারার ঝলকানি
অম্বর ভেদ করে এলো ভূপৃষ্ঠে,
স্ব গৌরবে ,মাটি ভেদ করে
মাথা তুলে যেমন দাঁড়ায় উদ্ভিদ।
অন্ধকার ঘিরে ধরেছে জ্যোৎস্নার আলো -
চারিপাশে ছেয়ে আছে কালো,
গিলে খাওয়ার অপেক্ষায়,
অসাড় অবয়বের খাঁচাটা
বিবেকহীন,লজ্জাহীন
আবেগ হীন ভাবে দাঁড়িয়ে।

বাতাস ক্রমশ ভারী হচ্ছে,
ভারী হচ্ছে শিশির বিন্দু,
বারি ধারার মতো ধেয়ে আসছে।
ভারী হচ্ছে শরীর,মন হাত পা ।
পথ হারিয়ে যাচ্ছে-
বিলীন হয়ে যাচ্ছে পরিচিত নয়ন-
কুপাক অন্ধকারে।

নিষ্পলক অপেক্ষা শিথিল গতির সাথে-
অগতির পানে।
অপেক্ষা আরো একবার নামমাত্র ভুলের,
অপেক্ষা অন্ধকারে ,
সময়ের সাথে নির্দ্বিধায় গিলে খাওয়ার।

ভাষা গুলো শব্দহীন,
সম্পর্ক গুলো আবেগ হীন
বন্ধন হীন।
শীত,লোহিত,পীত ফিকে -
সবকিছু বিবর্ণ রামধনু!
রং শুধু কালো।
বরণ মালায় আহুতির অর্পণ,
জলে স্রোত নেই,
তর্পনের জল  ঘোলা,
নেই প্রভাকরের রশ্মির স্পর্শ।

মহারণে আবাহন শুধু কালোয়-কালোয়
নিকষ কালোর।
অপেক্ষা দগ্ধতার সাথে,
পুঁড়ে কালো করে দেওয়া দিবাকরের আলোর।