গরিবী
///////
লৌহতপ্ত মন
বজ্র কঠিন জীবন
বদলে দিলো প্রেমের সংজ্ঞা
দৈন্যদশার তরে গ্রাম ছেড়ে নগরে
বিমারি প্রেয়সী মোর ঘরে পড়ে
কয়েক মাস পরে টাকা নিয়ে ঘরে
প্রেয়সী মোর পাড়িদিলো কোন সুদূরে।

শূন্য জীবন শূন্য ঘর
সব কিছুই গগন চুম্বী
জীবনের সংজ্ঞা বদলে দিলো গরিবী।

গরিবী#দৈন্যদশা
বিমারী#রোগগ্রস্থ