গণসংগীত (2য় )

ঘরে বৃদ্ধ বাবা মায়ের বেড়েছে অসুখ
নিজে বেকার
সাথে বোঝা বেকার ভাই বোন,
বিত্ত নাই কেনার মতো ওষুধ।
তবুও চলে আত্মশুদ্ধি,
কর্ণ শুদ্ধির শ্রবণ
নেতা নেত্রীর আশ্বাস বাণীর
বইছে নগরে নগরে প্লাবন।

কথায় কথায় বড় মুখ করে
বলে খেলা হবে।
কখনো কেউ বলে না
বৃহৎ শিল্প হবে,
ভারি শিল্প হবে, চাকরি হবে বেকারত্ব দূর হবে।
চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে
রাস্তা-ঘাট ,সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
হাটে বাজারে গ্রামে গঞ্জে
সর্বস্তরে নেতা নেত্রীরা বলে
খেলা হবে।
আজিব শহর আজিব দেশ
খেলায় খেলায় জীবন শেষ।
তাতেও সবাই খুশি
বুকে সুখের বাতাস মুখে তৃপ্তির হাসি
শয়নে স্বপনে বলে
আমরা আপনার ছায়াতলে বহাল তবিয়তে আছি।

কবে হবে দিশেহারা জনতা
নিজের অধিকারে একজোট।
কবে হবে বন্ধ সুবিধাবাদী রাজনীতির চোরা স্রোত।

প্রজন্মের পর প্রজন্ম পঙ্গু,
এখনো আসেনি এদের
অরুচি আর অজীর্ণ,
এরা আজ শুধুই চতুষ্পদ লম্বকর্ণ,
পূর্বসূরীরাও তো ছিল মেরুদণ্ড হীন
কুম্ভকর্ণ।

অধগতির
ফল্গুধারা আজও বিদ্যমান
এ যেন বংশ পরম্পরায় পাওয়া
অমরত্ব বাণ।
এর নেই কোনো সমাধান
পূর্বসূরি উত্তরসূরী আজও
একই পথে বহমান।