গণসংগীত (১)
/////////////////
মধ্য গগনে সূর্য্য
কেউ খরব রেখেছে কেউ খবর রাখেনি।
কেউ খবর পেয়েছে কেউ খবর পায়নি।
এখনো অস্তাচলে যায়নি
তবুও অন্ধকার
যেন  সায়হ্ন সমাগত।
চারিদিকে জোরালো আওয়াজ সবাই সোচ্চার।
ব্যস্ত সবাই
সবাই আজ একমুখী
সবাই যেন জাগ্রত ,
সবাই অবগাহন করছে ঊষার আলোয়
সবাই যেন জ্ঞানের আলোয়  আলোকিত।

চারিদিকে সভা সমিতির ভিড় বাড়ছে
থিকথিকে জনতার ভিড় উপচে পড়ছে,
নেতা নেত্রীর রংবে রঙের বাহারী
গাড়ি
লাইনে দাঁড়িয়ে সারি সারি।
নানা কারুকার্যে সাজানো মঞ্চ,,
ব্যস্ত সবাই নেতার নেত্রীর
বজ্র কঠিন ভাষন শ্রাবণে,
জনসমুদ্রে সরগম এই নাট্যমঞ্চ।

বাড়ছে অনুগামী জনতার জয়ধ্বনি,
কান পেতে শুনছে সবাই
নেতা নেত্রির অভয়বাণী,
সাথে আপামর উন্মাদ জনতার করতালি।
ভুলে গেছে আজ সব
ঘরে নেই অন্নজল।
তবুও
বিরাম হীন উদ্দীপনা
যতই ঝরুক অশ্রুজল