গল্পটা আজও শেষ হয়নি
------------------------
মনে পড়ে
স্কুলে সদ্য গ্রিটিংস কার্ড চালু হয়েছে
নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের তরে
আমিও সামিল ছিলাম তাতে
চুপিসারে
তিনটে রং দিয়ে
লিখেছিলাম খামের মুখে
উইথ ওপেন স্মাইল
ভেবেছিলাম প্রেম নিবেদনের অভিনব স্টাইল
না ঘুমিয়ে কত রাত
কেটেছে মাইলের পর মাইল ।
সেই কার্ড দেওয়া আর হয়নি
দুর্বল প্রেমের দুরুদুরু বুকে
সাহস পাইনি..

কৈশোরের কাঁপাকাঁপা দুরুদুরু প্রেম
আজও বুকের মাঝে শিহরণ
জাগায়
কাঁপা কাঁপা শিরায় চলে পিটুইটারীর গেম।
তোমার সাথে একটু কথা বলার জন্য
স্কুল থেকে তোমার বাড়ি
চার মাইল হেঁটেছি
ধুকপুক যন্ত্রের স্পন্দন বাড়িয়েছি
কিন্তু কথা আগে বাড়ে নি
নিষ্ফলা...
রাত জেগে
একদিন অনেক আবেগ নিয়ে
একটা আবেগী প্রেম পত্র লিখলাম
লিখেছিলাম অনেক আবেগের কথা
আর লিখেছিলাম
একটু কালি,এক টুকরো কাগজে
একটা পেন দিয়ে
লিখো...
প্রত্যুতরের অপেক্ষায় রইলাম।
আজও অপেক্ষায়..

চুয়াল্লিশে পা
আজও দুরুদুরু বুকে
কৈশোরের সেই শিহরণ আসে
কোনো জবাব আসেনি
আর,
গল্পটা আজও শেষ হয়নি