গল্প হলেও সত্যি
**********
কু চক্রী যারা ফন্দি আঁটে তারা
দিনে রাতে হয় সুভাষিণী
রাজ্য আর শাসন ভিত্তি তাদের ভাষণ
বুদ্ধিহীন লজ্জাহীন রাণী মন্দাকিনী
শয়নে স্বপনে ইছা তার
ক্ষমতা আর রাজ্য আমার
রাজ্য বাসী যারা গুবরে পোকা তারা
সারমেয় হয়ে ব্যস্ত থাক আমার পদলেহনে।
মূঢ় মূর্খ জাতি হলো শাসনের চিরস্থায়ী স্তম্ভ
দশকের পর দশক ধরে
ক্ষমতা আমি রাখবো ধরে- এটাই তার দম্ভ।

তার রাজত্বে অটুট রবে
তার ওই সর্বগ্রাসী হাসি।
আমজনতা মারুক বাঁচুক
কিংবা গলায় দিক ফাঁসি
তাই শিক্ষক -শিক্ষা থেকে দূরে থাকে
জাতির মেরুদন্ড ভেঙে রাখে
ভাষণে ভূষনে মন ভোলানো বাচনে
সভা সমিতির প্রাঙ্গনে চর্বিত চর্বনে
মূর্খ জাতির গান গাই সবাই

উটের মতো গলা তুলে
উচ্চ স্বরে জয়ধ্বনির হুঙ্কারে
মোসাহেবদের আসরে
ফলাও করে বলে
সবার পিছে সবার নীচে
আমরা আছি আপন সুখে