গল্পের তরে
////////////////////

জীবন আজ প্রেক্ষাগৃহ,
চিত্রপটে নানা রঙের কারু কাজ।
এ নিয়েই চির বিচিত্র জীবন ভূমি,
তাই নিয়ে আছি আমি ও তুমি।
এখন গল্পের তরে-
গল্পের ছলে দুঃখ গুলো
এড়িয়ে যাই।
জীবন যুদ্ধের ব্যাথা গুলো
তবুও বয়ে বেড়াই।
আসা যাওয়া পৌষ ফাগুনের
খেলায় কিছু পাই আর না পাই।


জীবন ভর কত অসহায়
অতীত হয়েছে পার,
অবহেলায় অবলীলায় নিঃশব্দে
বর্তমান হচ্ছে পারাপার।
দাবা খেলার অজানা আগামী
আসছে ধেয়ে -জটিল ব্যাপার।

এ পথ উর্বর নয়,মসৃন নয়,নয় সমতল
উঁচু-নিচু,কাদায় মোড়া,
গর্তে ভরা পদতল।
যন্ত্রণার হাতছানি অহর্নিশি
পলকে পলকে।
ভুল হলে,চাপে ভুল করলে,
পা পিছলে পড়লে,
পাবে না ধরার হাত,শূন্য-মহাশূন্য
সব কিছু খালি চারিপাশ।
দেখবে তখন ধিকিধিকি
তুষের আগুনের ঘুমিয়ে থাকা তাপ।

সমস্বরের উপভোগ্য অট্টহাসি
আসবে ধেয়ে,
কানে রইবে,বুকে বাজবে ,
প্রাণে সইতে হবে।
যতই হোক নাভিশ্বাস।

নীতি বাক্য,সঠিক ভুলের উপমা,
নিমিশে জাগবে উঠে পাতাল ফুঁড়ে।
বয়ে যাবে অশ্রুধারা,গুমরে গুমরে মরতে হবে
মাথা ঠুকে ঠুকে।
ভুমিও হবে বিরূপা,তুমিও নিরুপায়,
তখন গল্পের তরে-
গল্প বলার ছলে দুঃখ গুলো এড়িয়ে যাবে।
সারা জীবন ধরে যে চাপা বেদনা গুলো বয়ে গেলে।