ফুলকি ছুটছে
////////////////////

ধনুশ তোমার উর্ধমুখী
ছিলায় সংযোজিত বাণ,
গতি তোমার পক্ষীরাজের
উর্ধমুখী সোপান।
নৃপতির সাজে দেহ ভূষণ,
হাতে খড়্গ ধারী কৃপান।
তোমার নিপীড়নে
পশুপাখি নর-নারী
আজ নেই কারো পরিত্রাণ।
ধরা ভূমের ধূলির ধারায়
ছড়িয়ে বেড়াও অহংকারের বাণী।
স্বপ্ন দেখো-
বিজয় রথের চক্র তলে হবে অধীনত
স্থলভূম আর সাত সমুন্দর-পানী।

করতালি প্রশংসা আর জয়ধ্বনি
মোসাহেবরা দিচ্ছে অবিরত।
মমতাময়ী এই ভেবে তোমার নামে
লাইনে দাঁড়ায় অগণিত আমজনতা শতশত ।
অট্ট হাসির ঘূর্ণিপাকে অহর্নিশি করছো গগন বিদারি,
তোমার খেলায় অহরহ নির্বিচারে  
নিপীড়িত হচ্ছে নরনারী।
উৎপীড়নের মারণ খেলায়
হাত মিলিয়েছে সবাই-
আজকে তোমার সভা পারিষদ চাকর বাকর গন্নিমান্নি
ভীষণ বড় সবাই বাবুমশাই।

কালের চক্রে একদিন তোমার
রথ চক্র যাবে মেদিনীর গ্রাসে
আজকে যারা অবহেলিত অপাংক্তেয়,
তারও একদিন চড়বে বিজয়রথে
হাসবে তারাও বিজয় উল্লাসে।
তাদের ধনুশও হবে উর্ধমুখী
করবে তারাও শর সংযোজন।
অট্টহাসি হাসবে তারও,
তুমি করবে অশ্রুবিসর্জন।

তাকিয়ে দেখো কাটছে মেঘ
সূয্যি হাসছে পিছে
মারণ খেলায় মতি ভ্ৰম ,
হয়েছে তোমার,
বিজয় রথে অট্টালিকা গড়ছো শুধুই মিছে।
বলছে সবাই মমতাময়ী
হিসেব চাই
হিসেব হবে এবার
পাটি গণিতের পাতায় পাতায়
লেখা আছে ভাগ বিয়োগের নিয়ম বারবার।