ফিরে যাই পরিযায়ীর মতো
//////////////////////////////////

চলে যাবো একদিন অন্ধকারে তিমিরের দেশে
মিশে যাবে সব কিছু আফসোসে গভীর দীর্ঘশ্বাসে।
হেমন্তের বিকেল ,গোধূলির আলো,
কালো মেঘের কুণ্ডলে
ভেসে যাবে সব কিছু।
চেনা পথে চেনা গাঁয়ে যারা ছিল অতি আপন
ক্ষনিকেই বদলে যাবে চেনা মুখ চেনা সকল।

ঘন কাঁটা জঙ্গলের ভিতর থেকে
খুঁজে বের করে
নিয়ে আসবে!
তীরের বেগে দৌড়ে যাওয়া
কোনো নীল গাইয়ের মতো,
মুখ তুলে কেউ দেখবে!
হয়তো?
কেউবা ঘোমটায় করবে মুখনত।

লাল ধূলি রাশির বুকে যেমন করে
হলুদ কালো প্রজাপতি উষ্ণ
স্পর্শ দিয়ে যায়।
নাই বা পেলাম!
কোন দূর দিগন্তে নীল বলয় রেখায় ধবল বলাকা
হয়তো হেসে যাবে।
যেমন করে পরিযায়ীর দল ফিরে যায় ঘরে।

আমিও ফিরে যাবো সেই তিমিরের দেশে
গহন অন্ধকারে।
হেমন্তের বিকেলে বা গোধূলির আলোয়,
শেষ বারের মতো।