ফেরি ঘাট
**********
ঘন কুয়াশায়
কে যেন টেনে নিয়ে যায়
অজানা দেশের ঘাটে।
ফেরি থাক আর নাই থাক
দুই কূলে মাঝি দাঁড়িয়ে আছে
জলধারা বহে যায় কলকল স্বরে
মাঝি দিশেহারা তরী উঠিলো দুলি আঁধারে
ঘন কুয়াশায় ঢেকে যায় তরী-জল
যাত্রাপথে সঞ্চয় শুধু ছল আর ছল
আলো আঁধারী দিশায়
সাথী ছিলো কিছু বিদূষক-বীরবল
ছেড়েছে তরী ভাঁটির টানে
সে কি আর কুলে রয়
উজানের সুরে যে গান বাঁধা ছিলো
সুর স্বর তাল সব বিলীন হয়ে গেলো
ঘন কুয়াশায় তরী যায় ভেসে
শূন্য আজ ফেরি ঘাট
মাঝি নেই ঘাটে