ফিরে আয়
;;;;;;;;;;;;;;;
হলুদ পাখি
কোথায় উড়ে গেলি
সোনালী ডানায় বাদামি মেঘ মেখে
ভুট্টা ক্ষেতের উপর দিয়ে বয়ে যায় উত্তরের বাতাস
তোর মন কেমন করে না?
তোর মনে পড়ে ওই কাকতাড়ুয়ার মুখ
চন্দনা রোজ খোঁজ নিয়ে যায় তোর।
গেলি উড়ে
তাল বাগানের উপর দিয়ে
পেয়েছিস কি এক টুকরো চাঁদ?
তলতা বাঁশ গুলো
মাথা নেড়ে যায় শীতল বাতাসে।
কখনও কখনও আধা খাওয়া
চাঁদটা উঁকি দিয়ে দেখে
একগুচ্ছ গুলঞ্চের বনে
নেচে যায় বাবুই চড়ুই দোয়েল
সাথে তোর সেই কুহু ডাক
শুধু তুই এলিনা।
জ্যোৎস্না রাতের শীতল হওয়ায়
আমলকির পাতা গুলো গান গেয়ে যায়
বাবুই জেগে রাত কাটায়
সেদিন বাবুই বলেছিল
তো জন্য একটা বাসা বানিয়ে দেবে
শীত বাড়ছে
সময় অনেক কম
ফিরে যায়