ফাগুনের হওয়া
//////////////////
কথাগুলো হারিয়ে যাবে
সময় গুলো ফুরিয়ে যাবে
শুধু থেকে যায় -
অব্যক্ত কিছু বেদনা,
বিষধর তিক্ত কিছু স্মৃতি,
যার অতল তলে সেই পরিচিত মুখের
নিত্য উপস্থিতি।
ভেসে চলে কিছু মোহময় স্রোতে
কারণে অকারণে সেই বেদনার সুর
বেজে চলে দিনে রাতে এই ঘুনধরা বুকে।
পায়ে পায়ে এগিয়ে চলা শুধু
জীবন পথ নিঃশ্ব বালুকাময়
সাদা মরুভূমি ধুধু।
শেষের লক্ষ্যে দৃষ্টি স্থির
জীবন আজ বড় অস্থির।
চাতকের মতো চেয়ে রই
অন্তিমের ডাক পাবো শীঘ্রই,
গোধূলির রং আজ আরো বেশি কমলা-
শিয়রে বাজে শঙ্খধ্বনি শেষবেলা
চাওয়া পাওয়ার শেষ সব খেলা
আজ সব রঙ মিশে গেল
গোধূলির রঙে
বলাকার ডানার শব্দে
যাত্রা শেষ হলো
মোর শাল সেগুনের অঙ্গনে।
হয়তো চিতার কাঠ পাবোনা জানি
জ্বলবে না চিতার আগুন।
হয়তো বা ঢেকে দেবে
শাল সগুনের শুকনো ঝরাপাতা
আজ যে ঝরা ফাগুন।
হয়তো বা উইপোকা, ঘুনপোকা
পিঁপড়ে খেয়ে যাবে ছোট ছোট মুখে।
না হয় কাক চিল শকুনে ছিঁড়ে খাবে শক্ত চঞ্চুতে।
ধীরে ধীরে মিশে যাবো
মাটির সাথে,
তবুও কিছু কথা রয়ে যাবে
এই ঘুনধরা বুকে।
আগামীর কারো কোদাল বা লাঙ্গলের ফালে
যদি দেখা হয় ঝিরঝিরে এই কঙ্কালের ।
চলবে আরো কিছুদিন
পরীক্ষা নিরীক্ষা কোনো সাজানো যাদুঘরে।
হয়তো বা বেদনার কিছু ছাপ পেলেও পাবে
এই মাটি চাপা হাড়ে।