এভাবেও বেঁচে থাকা যায়
///////////////////////////////

নিষ্পেষনের যাঁতাকলে
চলছে জীবন হেলেদুলে
গাধার মতো বোঝা টেনে
মুখ ঝুঁকিয়ে দিনেদিনে।
মৌন মনে নত শিরে,
এগিয়ে যাওয়ার অটল প্রয়াস
সবাই আজ পেটের টানে
টাকার গোলাম দাসের দাস।

পায়ে পায়ে চলার সাথে
আঁকা বাঁকা শূন্য পথে
পাবে দেখা
কিছু বক্তা কিছু শ্রোতা
কিছু পাবে জড় ,মূর্খ গোবেচারা।
সবাই শুধু টাকার দাস,
এগিয়ে যাওয়ার বিষম প্রয়াস।

কপটতা-ভেকধারী
দাঁড়ি বাবা কিংবা টিকিধারী
সাথে আছে হ্যালফেশনের ইমাম,কিংবা ব্রহ্মচারী,
সবার চোখে মুখে লোভের ছায়া
কেউ পারেনি ছাড়তে মায়া।
ভাষণে ভূষনে সর্বক্ষণে
ছড়িয়ে বেড়ায় নীতিকথা
সুযোগ পেলেই করবে তোমায় সর্বস্বান্ত ,
আর তোমার পকেট ফাঁকা।
এদের যন্ত্রে মাথা দিয়ে
পড়ছে সবাই যাঁতাকলে।
হাসছে সবাই -
হো হো করে মজার হাসি
ভণ্ডের হাতে দিচ্ছে তুলে
চিরতরের গলার ফাঁসি।

হাঁসফাঁসিয়ে
গাধার জীবন বয়ে চলা
ছলাকলা লীলা খেলায়
পুর্ণ হবে ষোলকলা
কবে পাবে জ্ঞানের কণা?
দুলকি চালে হেলেদুলে
সুখে  জীবন কেটে চলে!
পাপের ঘড়া ভরবে যখন কানায় কানায়
শেষ হবে চাওয়া পাওয়ার সব অধ্যায়।
তবুও মন বলে
এভাবেও বেঁচে থাকা যায় !!