ইতি তোমার আকাশ
।।।।।।।।।।।।।।।।।।।।।।
বিষণ্ন গোধূলিতে
কবর স্থানে কালো কম্বলে
মুড়ি দিয়ে এক ভদ্রলোক
নিঃশ্বাস না চলার মতো চলছে
আর বিড় বিড়িয়ে
আপন মনে কিছু বলছে।
কাছে গিয়ে অনেক কষ্টে
শুনতে পেলাম কিছু কথা।
তারই কিছু
অস্ফুট শব্দের ব্যাথায়
যেগুলো বলেছিল
মাথা ঠুকে অন্তিমশয্যায়।

এক গোছা রজনীগন্ধা
রেখে গেলাম তোমার বেদিতে।
তোমার সমস্ত ভালোলাগা
আজও গেঁথে আছে গ্রন্থিতে গ্রন্থিতে
বেঁচে আছে মোর এই
শেষ লগ্নের শেষ অনুভূতিতে।
এটাই শেষ উপহার,
স্বীকার কারো
ভুলে যাও জমে আছে
যত মান অভিমান।

দুফোঁটা শুকনো অশ্রু বিন্দুও দিলাম
আর কিছু বেঁচে নেই দিতে
শুকনো হৃদয় টাও দিলাম
তোমার বেদিতে।
তোমার কোলে নাই হোক
না বলে জায়গা নিলাম
তোমার স্মৃতি সৌধের পাশে
এবার দেখা হবে মুখোমুখি একসাথে।
বাধা হীন ভাবে মিশে যাবো
হাতে হাত রেখে।

তুমি বলতে
আকাশ শক্ত করে ধরো হাত
এ সমাজ মোটেই সহজ নয়
এখনো খুঁজে মরে জাতপাত।
তোমার সহজ ভাষায় ছিল
অনেক গভীর তাপ
বুঝি নাই আমি বুঝি নাই
এই বিভেদের জাতপাত।

যারা তোমার নিঃশ্বাস কেড়ে নিল
তরতাজা প্রাণ মাটিতে
কবর দিল।
আমার দু চোখ অ্যাসিড
দিয়ে পুঁড়ালো।
মাথা তুলে এখনও আছে
সমাজের ওই জোঁক গুলো।

থাক বেঁচে তারা হোক শতায়ু
জাতপাতের দেশে।
তোমার আমার কথা বেঁচে রইবে
ঘরে ঘরে চারিপাশে।
কেউ বা গল্প করবে উঠোনে
বসে দিনশেষে।

আজি এ নির্জন সন্ধ্যায়
প্রাণে ছিল যত আশা
রাখিলাম শেষে তব বেদী পাশে
ছাড়িলাম এই অভিশপ্ত শ্বাস।
আমি তো পাইনা দেখতে আর
তুমি চোখ তুলে দেখো একবার
তোমার কাছে এসেছে আবার,
তোমার আকাশ।