এসো হাত ধরো
/////////////////////
উদ্ভ্রান্ত অন্তরের কোনে
জীর্ণ শীর্ণ তনুদেহে আর মনে,
বইছে ঝড়
বইছে প্রলয়
আদিম হিংস্র মানবিকতা,
থাবা বসিয়ে যায় ক্ষনেক্ষনে।
পাক পাখালীর জঞ্জালের স্তুপ!
নবীন মোড়কে নিয়েছে নবীন সভ্যতার রূপ।
ধরার বুকে সজোরে করছে পদাঘাত
নিরুত্তাপ নিঃশ্চুপ
বিবেকবিন্দু,
নেত্র বিন্দু মেনে নিচ্ছে বর্বর
পিশাচের রূপ ।
ব্যাথার পাহাড়ে বসে দিন কাটে বিলম্বিত লয়ে
অন্তরে অন্তরে প্রস্তুতি সবার,
অংশ নেবে অমল আলোয়
মহা প্রলয়ে।
মহানির্বানের জয় যজ্ঞে আহুতি
গেল কত অনির্বানের প্রাণ।
বিজয়ের স্রোতে ভুলেছে সবাই
অগণিত তরতাজা প্রানের দাম।
হাড় ঝিরঝিরে পাষান বুকে
যত ব্যাথা পঞ্জিভুত করেছি দিনে রাতে,
হিসেবের খাতায় কেটেছি দাগ
রক্ত ধারার প্রতিশোধের স্রোতে।
আজি রক্ত স্নানে-
স্মরণ করবো বিস্মৃত প্রানের মান সম্মান।
মনে রেখো প্রতিজ্ঞা মম
গোধূলি লগ্নে নরসিংহের মতো করবো সংহার।
প্রস্তুতি এবার হয়েছে শেষ
ফিরে আসবে আবার বিবেকের স্বর্ণালী দেশ।
তলেতলে পদেপদে জিঘাংসার
যে বাণী করেছো প্রচার।
সম্মুখ সমরে ফিরিয়ে দেবো
আজ চিতাভষ্মের সাথে উপসংহার।