এরই নাম প্রেম
*************
কম্পিত ওষ্ঠাধরে যে নাম
উচ্চারিত হতো অস্ফুটে আদরে আদরে
সে নাম আজ
অঙ্গে জ্বালায় আগ
গা পিত্তি জ্বলে যায় ঘেন্নায় ঘেন্নায়।
যে প্রেমের শুরু হয়েছিল বিকেলের মিঠে রোদে
নেই তার লেশ টুকু
রক্ত ক্ষরণ হয় এই জ্বলামুখী হৃদে।
দক্ষিণা বাতাসে
দুরুদুরু বুকে আনতে মুখে
আবেগে ও আবেশে
ভরে যেত মন লাজে ভরা চোখে।

রাঙা হতো মুখ তার
রাগে অনুরাগে সোহাগে সোহাগে
ফুল সেজে যেত অন্তরে অন্তরে
স্বর্গ এসে ধরা দিত তার বাহুডোরে
সেদিনের সেই সোহাগি বিকেল হয়েছে নিঃশেষ
অস্তরাগের আলোয়
আছে শুধু  ঘৃণা ভরা ভগ্নাবশেষ।
হৃদি মাঝে যে প্রেমের সাগর তুলেছিল ঢেউ
অচিরেই লহরী গেছে ফিরে
আজ তটে নেই কেউ।

বিস্তীর্ণ মনভূমে গেছে ভরে মরুদেশি বালুরাশি
যাহা অগ্নি তপ্ত সদা
মরুদ্যানের নেই কোনো মন্মোহিনী বাঁশি।
চক্ষুদ্বয়ে দিবানিশি উষ্ণ অশ্রু ঝরে
না চাইলেই তারই উপস্থিতি
মনে বুকে অহর্নিশি রাজ করে।
বোধহয় এরই নাম প্রেম
মারিয়াও মরিতে দেয়না
অভিঘাত আর অন্তর্বেদনার যত উঠুক ঢেউ।