এমনও হয়
////////////////
ফুল গুলো,
চাদরের মতো বিছানো গাছের চারিপাশে।
ছড়িয়ে পড়ার মধ্যেও আছে
এক অদৃশ্য শৈল্পিক ছোঁয়া
তবুও কোনো কদর নেই।
অথচ সকাল থেকে ফুল গুলো ছিল অনেক দামি।
অনেক অনেক মূল্য দিতে হত-
একটু দেবতার পায়ে দেয়ার জন্যে
কে ভাগ্যবান?
বিক্রেতা?
ফুল?
মালি না দেবতা।?
আজ কোনো ফুল নেই
গাছও শূন্য ফুলের সাজিও শূন্য।
দূরে দাঁড়িয়ে মালি
সাজি হাতে।
আজ রাস্তায় ,গাছের চারিধারে ছড়িয়ে ফুল
অনেক অনেক ফুল।
সাজিতে রাখার জায়গা নেই
তবুও ফুল গুলোর সাজিতে ঠাঁই নেই।
কয়েক ফোঁটা জল এলো মালির চোখে।
সেই জলে
ফুল ভিজলো না, মাটিও ভিজলো না
শুধু ভিজল মালির অন্তর।