একটু রক্ত চাই
///////////////////

জীবন মৃত্যুর লড়াই লড়ছে একটা জীবন,
লড়ছে একটা প্রাণ,
একটু রক্ত চাই,
দিনে রাতে মারণ খেলায় রক্তের বন্যা বইছে,
তবু কাজের রক্ত কই।

পাথরে পাথের ঘষা খেয়ে খাদানে
জ্বলে ওঠে আগুনের ফুলকি,
গাছে গাছে ঘষা লেগে জঙ্গলে জ্বলে দাবানল,
দেখায় ভোজ বাজির ভেলকি।
অকালে বয়ে যায় রক্ত প্লাবন,
লক্ষ্য নিযুত,লিটার,কেউসেক গ্যালন
কেউ কি করে তার বিশ্লেষণ?

সভ্য নগরের পথে প্রান্তরে,
অলিগলি,নানা সমাবেশে
নানা সভাগৃহে ,
দরদী মানবতার গান গাই আমরাই,
জীবন মৃত্যুর সাথে লড়ছে একটা প্রাণ,
বাঁচার রক্ত কোথায় ?
একটু রক্ত চাই!

ভাষণের আসনে,বসে যারা পরিপাটি
শোনায় যারা প্রেমের বাণী,
খেলে খেলা মানব প্রেমের কবাডি।
তারা এখন, আজ কোথায়?
শুনতে পাচ্ছে কি তারা
কোনো দরদী বাবা মায়ের কান্না।
তারা একটু রক্ত চায়
একটু রক্তের তরে কারো প্রাণ যায়!!

দিনে রাতে মানব হানাহানিতে
কত তাজা রক্ত ঝরে,
কতপ্রাণ বিনাশ হয়ে যায় অঙ্কুরে,
কেউ কি কাঁদবে আজ অন্তরে অন্তরে?
এতো রক্তের ভিড়ে কাজের রক্ত কই?
একটা জীবন বাঁচার তরে
একটু রক্ত চাই !!

প্রতিদিন কত শত প্রাণ লুটায়ে যায়
মাটিতে অস্থির স্বভাবে
আজ আরো একটা প্রাণ ধুঁকে ধুঁকে
মরে যাবে রক্তের অভাবে।