একটি কথা
///////////////
সময়টা আজ অন্য রকম
পুরানো বই খাতার মত জলের দরে
বিক্রি হচ্ছে মানবিকতা!
শুধু একটু মনমতো দাম চাই।
না হয় দাতা গ্রহীতার মধ্য
একই সরল রেখায় একটা
বিড়াম্বনা হীন সমঝোতা।
ব্যাস তাহলেই চুকে যায় ব্যাপারটা।
দাতা গ্রহীতা ব্যাপারটায়,
দরকার নেই রক্ত দানের মতো
পরীক্ষা নিরীক্ষা।
দরকার নেই বিশদ সমীক্ষা
দরকার নির্লজ্জের মতো
হাত পেতে প্রাণ ভরে ভিক্ষা।
প্রজম্নের পর প্রজন্ম একই রাস্তায় ,
করছে অনুশীলন,
জানা অজানা স্রোতে দিয়ে যাচ্ছি ইন্ধন।
তবে মিছেই কেন গেল গেল রব তুলে
কুম্ভীরাশ্রু কান্না জুড়ে দিবা নিশি করছি ক্ষোভ উদ্গীরণ।
সময়টা আজ অন্য রকম ভীষণ রকম সস্তা,
ঘরে বাইরে অফিস আদালতে
একই চিত্র একই রকম করুন অবস্থা।
শুধু হিসেব করে,দরদামে মোড়া সমঝোতা।
সময়টা আজ অন্য রকম,
ঘরে তোমার ঠাঁই নাই
ছেলে মেয়ে, নাতি নাতনির
দরদামে হিসেব করে একটা সমঝোতা চাই।
আমরাই শিখিয়ে যাচ্ছি
প্রজন্মের বুকের উপর দাঁড়িয়ে
হাতে খড়ি দেওয়ার মতো হাতে ধরে,
বিবেকের সাথে সমঝোতা করা চাই।
সময়টা আজ অন্য রকম
পুরানো বই খাতার মতো
তোমার দাম সত্যি ভীষণ কম।
তাই তোমার ঠিকানা আজ বৃদ্ধাশ্রম।
জীবন খাতার প্রতি পাতায়
লেখা আছে নানা ভাষায়
নানা কথা,
তাহার মাঝে একটি কথা
বিবেক হীন সমঝোতা।