একটা তারা
////////////////////
একটা নাম না জানা তারা
ঝরে পড়ল ধরিত্রীর বুকে
একটা নাম না জানা তারা
নক্ষত্রের আলোয় হলো বিলীন
কিছু নক্ষত্র আর কিছু তারা মুহ্যমান শোকে,
আজ এক অচেনা তারা ফিরে এসেছে ঘরে
জানা অজানা অভ্যাগতদের
ভিড় জমেছে দ্বারে।
দেশ মাতৃকার সেবক ,
মায়ের বীরযোদ্ধার দেহ
কফিন বন্দী।
দুর্বৃত্তের সাথে লড়তে লড়তে
অবলীলায় মৃত্যুর সাথে করেছে
চিরতরে সন্ধি।
ফিরবে না সে কোনো দিন,
বিচ্ছুরিত হবেনা আর
কোনো দিন তার জ্যোতি,
শুধু মা বাবার বুক হলো খালি
হ'ল অপূরণীয় ক্ষতি।
দেহে তার বিঁধেছে দুর্বৃত্তের বুলেট আর বারুদ,
সাদা কাপড়ে জমে আছে
তাজা রক্তের দাগ সাক্ষীসবুদ।
জলের ধারা,রক্ত ধারার আজ এক রং,
সব স্বপ্ন,সব আশা-ভাষা ধারণ করেছে লাল রং।
আজ সব রঙে মিশে গেছে লাল
মায়ের কোলে একটা তারার আকাল।