এখনোও অধীর
////////////////////
বিকেলের রোদ্দুর কমছে,
পদাতিকের পায়ে পায়ে ধূলি উড়ে যায়।
কেউ বা ধীর আরো ধীর
কেউ বা অধীর
যেমন আমি থাকি
তোমায় একটা কথা বলার জন্য।
পড়ন্ত রোদে আবেগ ঘন বিকেলে
তামাটে অমল আলোয়
তোমার কেশ রাশির
তিনটে কি চারটে কেশ
চিবুক ঘেঁষে নেমে এল।
উড়ে যাওয়ার তালে তালে
আমার দুর্বল হৃদ যন্ত্রে নিঃশব্দে আঁচড় কেটে গেল।
সেকি তুমি বুঝতে পারলে?
জানি !
পারলেও অবজ্ঞা করবে।
সন্ধ্যা হলো সবাই ফিরে গেল
পূবালী বাতাসে মুখ চিবুক হল লীন
চাঁদ এলো, এলো জোনাকির দল
ছাতিমের গন্ধে ছেয়ে গেল দুর্বাদল
একাকী চেয়ে রই
সেই আগের মতোই,
দু একটা শিশির পড়ার শব্দ
কানে আসে,
কেউ ধীর আরো ধীর
আমি এখনও অধীর
শুধুএকটা কথা বলার জন্য।