এক দিন ভোর হবে
///////////////////////
দশ বছরের একটি খুদে
মিছিলের মাঝে আছে পতাকা তুলে
তিন দিন ধরে মিছিলের পায়ে পা ফেলে
আছে অন্ন জল ক্ষুধা ভুলে।
শত ছিন্ন পদতল
রক্ত ঝরে অবিরল
প্রতিবাদের ভাষা পাঁজরে ললাটে যে লেখা।
বঞ্চনার পাহাড়ে বসে
অধিকারের অঙ্ক কষে
চিৎকার করে বলে
অধিকারের মিছিলে যোগদাও দলে দলে,
সমান অধিকারের পাতকা আমিও কাঁধে নিয়েছি তুলে।
এই রাজ পথ ধরে যেতে হবে রানীমাতার দুর্গে
আবেগে অনলে রোষানলে সমস্বরের চিৎকারে
ধ্বনিত হোক অধিকারের গুঞ্জন গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ।
পথে আছে কিছু হায়না,
জংলী কুকুর আর কিছু বন্দুকবাজ যোগ হয়েছে অধুনা।
তীক্ষ্ণ দাঁতে সবাই হা করে আছে
ভয় পেয়োনা
ভীত হয়োনা কেউ তোমরা-
মিছিলের আগে পিছে মাঝে অন্তিমে আছো যারা।
মনে রেখো অধিকারের
পতাকা যদি মাটিতে মিশে যায়
রানীর পোষা কুকুর,হায়না ছিঁড়ে খাবে
হার্মাদ গুন্ডা বাহিনী মাথা ফাটিয়ে পুঁতে দেবে।
উঁচু করে পতাকা ধরো
বুকে বাহুতে পেশীতে আরো শক্তি সঞ্চয় করো।
বাড়াও ধমনীর গতি-
এক সরল রেখায় বসতে গেলে
হবে অনেক রক্ত ক্ষয় ,হবে আরো অনেক ক্ষতি।
মরবে কত,পুড়বে কত ঘর বাড়ী
প্রতিজ্ঞা করো আজ আমার সাথে
বলো চাই এবার সামন অধিকার
সমান সমান অংশীদারী।
মিছিলের আগুন জ্বলুক ঘরে ঘরে
এ লড়াই বাঁচার তরে
এ লড়াই সমান অধিকারের।
দুর্গের সম্মুখে আমরা
করো জোরে পদাঘাত
ভেঙে দাও তালা ভেঙে দাও দরজা
বুকের পাঁজরে আরো বায়ু ভরো
শানিত অস্ত্রে সজোরে আঘাত করো
কেটে নাও স্বৈরাচারী রানীর মাথা
মুছে দাও বিভাজনের মনগড়া প্রথা।
ছড়িয়ে পড়ুক নব ঊষার আলো
ঘুচে যাক তুঘলকি শাসনের কালো।