একদিন ছায়া সরে যাবে
আসবে কি সূর্য্যের আলো
বাজবে কি সেই ভরাইয়ের সুর
নব তারুণ্যে জাগবে কি কিশলয়
অপেক্ষায় পত্রহীন মহীরুহ

শুধু বাণী ভেসে আসে
আনাচে কানাচে বাতাসে বাতাসে।
শুধু কলরব ছুটে আসে
ছুটে যায় জনতার স্রোতে।

কালো মেঘ ঘনিয়েছে আকাশ জুড়ে
সূর্য অস্তমিত?
না কালো মেঘের থাবায় গেছে জ্বলেপুড়ে
মায়াবী হাসির উল্লাসে আজ
ভরেছে জ্যোতির্বলয়
পত্রহীন মহীরুহ খোঁজে
অমল আলোয় নব মলয়