একলব্য
।।।।।।।।।।
দ্রোনাচার্য্যের তীরের মতো
শন শন করে পাশ থেকে বেরিয়ে গেলে-
কবে থেকে কথাটা বলবো বলবো করে
দাঁড়িয়ে থাকি তিন মাথার ধারে।
কিন্তু সে কথা আর বলা হয় না-
প্রেম নিবেদনে হাজার আপদ,
রাশি চক্রে যেন সব গ্রহ  হামলে পড়েছে।
আমি মরছি প্রেমের জ্বালায়
কেমন করে বোঝাবো কাকে।

আজ মনে মনে ভাবলাম
আজ বলেই ছাড়বো।
আজ আমিও দেবব্রত-র তীরের ডগায় বাসাবো।
ওমা
এ কি দেখলাম
আজ আর দ্রোনাচার্য্যের তীর নয়,
ডুকাটি বাইক চেপে হুশ করে বেরিয়ে গেল।

হা করে তাকিয়ে রইলাম-
পাশের খবরের কাগজ বিক্রি করা
কাকা বলে উঠলো
একলব্য,এবার থেকে আর তীর নয়
হও ভালো বিবেকবান মানুষ
আর হও আরো বড় বীর ।